বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪

কর্ণফুলী নদীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

জাল কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।ছবি : বাসস

চট্টগ্রাম, ৪ ।ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা ও জাল কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

আজ বৃহস্পতিবার হালদা ও কর্ণফুলী মোহনা অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান জানান, হালদা ও কর্ণফুলী নদীর মোহনা থেকে একটি বেহুন্দি জাল, দু’টি চরঘেরা জাল ও একটি বড় আকারের বেড় জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। জব্দকৃত জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় নৌ-পুলিশের টিম লিডার এসআই রমজান আলী, সোহেল রানা, আবু মোহাম্মদ নোমান, হালদা পাহারাদার সুমন দাস।