শিরোনাম

শেরপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদসহ ২টি পিকআপ জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বুরুঙ্গাবাজার ও শালবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ ২টি মাহিন্দ্রা পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।