শিরোনাম

বগুড়া, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নীলফামারী সদর উপজেলায় ক্যান্সার আক্রান্ত ১২ বছরের মো: রাফিউজ্জামানকে (রাশিক) আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এ অর্থ সহায়তা দেয়।
রাশিক উপজেলার চড়চড়াবাড়ী দারুস সুন্নত আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আমিরুজ্জামানের ছেলে।
জানা গেছে, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে আজ বৃহস্পতিবার এ অর্থ সহায়তা দেওয়া হয়। চড়চড়াবাড়ী রাশিকের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তার মায়ে কাছে তুলেদেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ।
এ সময় কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে নীলফামাতে আমরা এসিছে এই পরিবারকে চিকিৎসার অর্থ দিতে। শুধু দলের নেতাকর্মীরাই নয় সমাজের অসহায়, গরীব ও দুস্থ মানুষের জন্য আমরা বিএনপি পরিবার সারাদেশে কাজ করছে।
রাশিক ২০২০ সালে ক্যান্সারে আক্রন্ত হয়। প্রতিমাসে দুইব্যাগ, দুইব্যাগ প্লাটিলেট ও ওষুধ ক্রয় করতে মোটা অংকের অর্থ ব্যয় হয়। চিকিৎসকরা জানিয়েছেন রাশিকের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। যার খরচ অত্যন্ত ব্যয়বহুল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বিএনপি নেতা মিটন প্রমুখ।