শিরোনাম

মানিকগঞ্জ, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : গণতন্ত্র শক্তিশালীকরণে মানিকগঞ্জে আজ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে 'সুজন। 'সুজন' মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানিকগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়।
অধ্যাপক ইন্তাজ উদ্দিনের সভাপতিত্বে সুজন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, নির্বাচনে প্রত্যেক ভোটার যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণকে সচেতন এবং সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ খান, সাংবাদিক জাহিদুল হক চন্দন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মতিন বিশ্বাস, গিয়াস উদ্দিন নান্নু, সোহানা আক্তার, আবুল বাশার আব্বাসি, আব্দুল খালেক, জসিম উদ্দিন, আকরাম হোসেন এবং আহসানুল কবির ডলার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন মানিকগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিশ্বাস।