শিরোনাম

নাটোর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ প্রতিপাদ্যে আগামী ৬ ডিসেম্বর থেকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. আনোয়ারুল আজিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহাগ বাবু, নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন করতে পারলে নিরাপদ মাতৃত্ব এবং সুস্বাস্থ্যের শিশুর প্রসব সম্ভব। কিন্তু আমাদের দেশে পঞ্চাশ শতাংশ নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে এবং কৈশোরকালীন মাতৃত্বের হার ২৪ শতাংশ। এর ফলে অপরিণত শিশু বা শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ছে। একই সাথে নিরাপদ মাতৃত্ব ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এসডিজির লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মাতৃ মৃত্যু প্রতি লাখে ৭০-এ নামিয়ে আনতে আসন্ন পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।