বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪২

মাগুরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সভা অনুষ্ঠিত

আজ মাগুরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

মাগুরা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মাগুরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। 

সভায় রেডক্রিসেন্টের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ জোরদারকরণ এবং সাধারণ মানুষের মধ্যে মানবিক সেবা সম্প্রসারণ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় এডহক কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।