বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

দিনাজপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ৭

দিনাজপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কে চিরিরবন্দরের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) এলাকার পাশে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর কাজিকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোরশেদা বেগম (৩৫) এবং নীলফামারী সদর উপজেলার দীঘলডাঙ্গী গ্রামের সুবাস চন্দ্র রায়ের মেয়ে আদুরী রায় (১৮)। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন। নিহত ও আহত সবাই ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড)-এর কর্মী ছিলেন। তারা সকলেই প্রতিদিনের কাজে যোগ দেয়ার জন্য আসার পথে দুর্ঘটনার শিকার হন।

তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি (পরিদর্শক) মো মাহাবুল করিম। 

তিনি জানান, সকাল সাড়ে ৭ টার দিকে মহাসড়কের চিরিরবন্দরের ট্রিলিয়ন গোল্ড লিমিটেড (ইপিজেড) এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। ৭ জন গুরুতর আহত হয়েছেন। 

ওসি মাহাবুল কবির জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৭ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক দশমাইল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্র জানায়, দুই লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।