শিরোনাম

পঞ্চগড়, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে জেলা প্রশাসনের এক কর্মচারী নিহত হয়েছেন।
আজ সকালে শহরের করতোয়া সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।