শিরোনাম

দিনাজপুর, ৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার নবাবগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারদের মধ্যে ৪২ বান্ডিল ঢেউ টিন ও নগদ এক লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে গত ২ ডিসেম্বর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের মধ্যে আজ বেলা ১১ টায় এসব বিতরণ করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের পক্ষে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান উপস্থিত থেকে প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে টিন এবং ৬ হাজার করে মোট এক লাখ ২৬ হাজার টাকা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গতকাল বুধবার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের তথ্য দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রেরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ দপ্তর থেকে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তা পৌঁছে দিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকেসহ জেলা বিএনপি সহ সভাপতি মো. আতিকুর রহমান রাজা মাস্টারকে নির্দেশ দিয়েছেন।
আজ সকাল ১০'টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় অগ্নিকাণ্ডে নিহত রইচ উদ্দিনের পরিবারের সাথে দেখা করে পুরো ঘটনার দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর মঙ্গলবার রাতে মহারাজপুর গুচ্ছগ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে ২১টি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ওই অগ্নিকাণ্ডে রইচ উদ্দিন নামে এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা যান।