শিরোনাম

রংপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়ক ও রংপুর-নীলফামারী মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী থানার কর্মী উমর ফারুক (৪০) এবং নীলফামারীর ডোমারের কর্মী যোবেদ আলী। যোবেদ আলীর বয়স জানা যায়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশ শেষে ফেরার পথে একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে উমর ফারুক ঘটনাস্থলেই মারা যান। এতে পলাশবাড়ী থানা শাখার অন্তত ১০ জন আহত হন। তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পৃথক আরেকটি দুর্ঘটনায় ডোমারের সবুজপাড়া এলাকার নছিয়া আলীর ছেলে যোবেদ আলী মারা যান।