শিরোনাম

রাজশাহী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালীতে ট্রাকচাপায় শহিদুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত আটটার দিকে বাখরাবাজ সাদেকের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার আলম শেখের ছেলে।
তথ্য নিশ্চিত করেছেন কাটাখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল মতিন। তিনি জানান, গতকাল রাত আটটার দিকে মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলামসহ ২ জন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে তারা বাখরাবাজ সাদেকের মোড়ে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শহীদুল ইসলামের মৃত্যু হয়। আহতবস্থায় অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। তবে পুলিশ যাওয়ার আগেই ট্রাকটি পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।