বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরে মন্দিরে বিশেষ প্রার্থনা

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দিনাজপুরে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। ছবি : বাসস

দিনাজপুর, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দিনাজপুরে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে। 

বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত শহরের বড়বন্দর রেলবাজার মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা করা হয়। বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির আয়োজনে এ সময় সনাতন ধর্মীয় নিয়ম অনুযায়ী গুরুতর রোগীর রোগমুক্তির জন্য, সৃষ্টিকর্তার কাছে ঠাকুরের মাধ্যমে  পূজা ও আরাধনা শেষে বিশেষ এই প্রার্থনা করা হয়।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূজা ও আরাধনার পর গীতা পাঠ করা হয়। গীতা পাঠ করেন মন্দির কমিটির সহ-সভাপতি অনাথ চন্দ্র রায়। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শ্রী বিজন চক্রবর্তী।

মন্দির কমিটির সভাপতি চিকিৎসক ডা. বিকে বোসের সভাপতিত্বে প্রার্থনায় প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল। 

এছাড়া বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাঈল খান জন্স, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহকারী যুগ্ম-মহাসচিব লালবাবু প্রসাদ কানু, জেলা শাখার আহবায়ক উত্তম কুমার রায়, বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনোজ সরকার এবং ওযার্ড বিএনপির সহ-সভাপতি বাবু সুশীল অধিকারী।

প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, জেলা শাখার সদস্য ও আদর্শ কলেজের সাবেক জিএস বিপ্লব কুমার নাগ জয়।

প্রার্থনায় সাবেক ছাত্রনেতা সোহেল নিশাত, থিউটোয়াস হালদা সুইট, অশোক গুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, জেলা শাখার অন্যান্য নেতাকর্মী ও বড়বন্দর রেলবাজার মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।