বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া অব্যাহত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে দোয়া অব্যাহত। ছবি: বাসস

ফেনী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তাঁর নিজ জেলা ফেনীর বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলার ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে শ্রমিক দলের উদ্যোগে ও বাদ মাগরিব বেতাগাঁ কেন্দ্রীয় জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সদস্য ফজলুল বারী মহসীন, অহিদ উল্লাহ ও হাফেজ মো. সোহরাব হোসেন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন ও যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম মেম্বার, রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক চৌধুরী মাহবুব চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তাঁর নির্বাচনী এলাকার পরশুরামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিকেলে পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ৫ শতাধিক মুসল্লির উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হুমায়ূন হুজুর নোমানী সহ উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।