বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৩

বাঁশখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

ছবি : বাসস

চট্টগ্রাম, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাশঁখালী উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত জামান দুলাল। 

দোয়া মাহফিলে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বুলবুল, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন, বিএনপি নেতা দেলোয়ার আজিম, ফজলুল কাদের ও অধ্যাপক মুবিনুল হক প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মিডিয়া সেলে বেগম খালেদা জিয়ার সুস্থতায় সারাদেশে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের দেয়া অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে।