বাসস
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা-৫ আসনের পেশাজীবীদের দোয়া

ছবি : বাসস

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। জাতীয় জাদুঘর-এর কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে গতকাল বুধবার সন্ধ্যায় এ আয়োজন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের যেসব মানুষ রাজধানীতে বিভিন্ন পেশায় কর্মরত, তারা এ দোয়া মাহফিলে অংশ নেন।