বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

বাগেরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

বাগেরহাট, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা ৭ টায় বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কাবের বটতলায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

ইউনিয়ন বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম।

রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ ও যুগ্ম-সম্পাদক শমসের আলি মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাছির আহমেদ মালেক প্রমুখ। 

মোনাজাত করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

এ সময় বাগেরহাট জেলা ও সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।