বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:২২

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল 

ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলাবাসীর অংশগ্রহনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে দোয়া পরিচালনা করেন মওলানা মুফতি জুনায়েদ আল হাবিবি। 

বিশাল দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ ও সিঙ্গাপুর প্রবাসী সাহেদুজ্জামান টরিক।

কানায় কানায় পূর্ণ মাঠে দোয়ায় অংশগ্রহণকারীরা আছর ও মাগরিবের নামাজ আদায় করেন। 

এর আগে বেলা ৩টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ দোয়ায় অংশ নিতে টাউন মাঠে এসে জড়ো হয়। দুপুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলকালে অনেকে আবেগ তাড়িত হয়ে পড়েন। দোয়ায় শরীক হয়েছেন চুয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।