বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৯

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মাগুরা, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ মাগুরা-মহম্মদপুর সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিক মধ্যে সদর উপজেলার মালিকগ্রাম মান্দারতলা এলাকায় মাগুরা-মহম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে। তিনি মাস্টার্স শেষ করে চাকুরির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে শহরের স্টেডিয়াম পাড়ার বাড়িতে আসার পথে আব্দুর রহিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে মালিকগ্রাম এলাকায় পৌঁছালে আব্দুর রহিমের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০-শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী রিয়াজ গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সংঘর্ষে উভয় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।