শিরোনাম

ফেনী, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ ৩ ডিসেম্বর। ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে আজ জেলায় দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। প্রতিবন্ধী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।
ফেনী জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কামাল হাসান চৌধুরী ভবন মিলনায়তনে আজ এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে সমবেত হয়।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা পেলে সমাজের জন্য তারা অনেক ভালো কিছু করতে পারে। দেশের উন্নয়নেও তারা অবদান রাখতে পারে।
তিনি বলেন, সঠিক তত্ত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নত জীবন দান করা সম্ভব। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, সুইড ফেনী শাখার সভাপতি আবুল কালাম আজাদ সেলিম, সহ-সভাপতি কাজী জামাল উদ্দিন এবং নির্বাহী সচিব অ্যাডভোকেট সমীর চন্দ্র কর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সংস্থা ফেনী শাখার সভাপতি নাসির উদ্দিন সবুজ এবং জাতীয় অন্ধ সংস্থা ফেনী শাখার সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।