বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

সাতক্ষীরায় দুই মাদক কারবারি আটক 

সাতক্ষীরা, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার কালিগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে আটটকৃত দুই মাদক কারবারিকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
 
আটককৃতরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার সাতালিয়া গ্রামের শেখ আমজিয়ার হোসেন (৪২) ও কাটুনিয়া গ্রামের আব্দুল রব (৪০)।  এসময় তাদের কাছ থেকে ১৫ বোতল বিদেশি মদ, একটি এন্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, জেলার কালিগঞ্জ উপজেলার কদমতলা বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক বেচাকেনার জন্য অপেক্ষা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে সেনাবাহিনীর কালীগঞ্জ ক্যাম্পের সদস্যরা ও বিজিবি’র নীলডুমুর ১৭ ব্যাটেলিয়নের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ১৫ বোতল বিদেশি মদসহ উক্ত দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে এসময় একটি এন্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বিদেশি মাদক এনে এবং তা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কাছেদ মুন্সি জানান, এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতেই দুই আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এরপর আজ বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।