শিরোনাম

গোপালগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও কর্নার চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (অ. দা.) ডা. মো. আনিসুজ্জামান।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ১৪টি হুইল চেয়ার, ২টি ট্রাইসাইকেল এবং একটি কর্নার চেয়ার বিতরণ করা হয়।