শিরোনাম

গোপালগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তরুণ ও নারী উদ্যোক্তা এবং অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নারী উদ্যোক্তা সাথী বেগম, লিপি খানমসহ আরো অনেকে।
এ অনুষ্ঠানে তরুণ ও নারী উদ্যোক্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।