শিরোনাম

নাটোর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার বিকেল চারটায় সিংড়া উপজেলার শেরকোল সিধাখালী গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে উন্নয়ন বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সভায় তারুণ্যের শক্তি ও সম্ভাবনা, গুজব প্রতিরোধ, গ্রাম আদালত, নিপাহ ভাইরাস, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয়।
রাজস্ব খাতের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদ। বৈঠকে বক্তব্য দেন বিটিবিএম কলেজের সহকারী অধ্যাপক ফারাজী আহম্মদ রফিক বাবন এবং শোরকোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার ছমিরন বেগম।