বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

নেত্রকোণায় কীটনাশক মুক্ত কৃষি বিষয়ে গ্রাম আলোচনা সভা ও গণস্বাক্ষর

ছবি : বাসস

নেত্রকোণা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় কীটনাশক মুক্ত কৃষি বিষয়ে গ্রাম আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২টায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ(বারসিক)'র সহযোগিতায় নেত্রকোণা জেলা গ্রিন কোয়ালিশন কমিটি ও সদর উপজেলার মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে "কীটনাশক মুক্ত কৃষি চাই" শীর্ষক গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সভায় কৃষকদের জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধ ও কীটনাশক প্রয়োগে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিক তুলে ধরা হয়। কীটনাশকের অতিরিক্ত প্রয়োগ রোধ করে কীটনাশক মুক্ত চাষাবাদ পদ্ধতি তুলে ধরার উপায় নিয়েও আলোচনা করা হয়।

জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক শিক্ষক সায়েদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সাবেক পৌর কমিশনার শামীম রেজা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, জেলা গ্রিন কোয়ালিশন কমিটির সহ সভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, সাংবাদিক মো. তানভীর হায়াত খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান ও কৃষক শাজাহান মিয়া। 

সভা শেষে কৃষকরা ধানের জমিতে গিয়ে কৃষি উপকারী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং ব্যানারে গণস্বাক্ষর করেন।

উল্লেখ্য, নিষিদ্ধ কীটনাশক এখনো বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ব্যবহারকৃত এসব বিপজ্জনক কীটনাশক বন্ধ ও প্রাকৃতিক নিরাপদ কৃষিতে সরকারি বরাদ্দের দাবিতে কৃষকবন্ধন এবং গণস্বাক্ষরের আয়োজন করা হয়। গণস্বাক্ষরে কীটনাশক মুক্ত নিরাপদ কৃষি চর্চার অঙ্গীকার করা হয়।