শিরোনাম

নাটোর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের বাগাতিপাড়ায় খাদ্যপণ্যে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বেলা ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন। উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে হাইড্রোজ এবং চুন মিশিয়ে গুড় তৈরির কার্যক্রম পরিলক্ষিত হয়। এ সময় গুড় উৎপাদক জানারুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানা থেকে জব্দ করা ২০০ কেজি ভেজাল গুড়, ২০ কেজি চুন এবং ৫০০ গ্রাম হাইড্রোজ ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, খাদ্যপণ্যে অপদ্রব্য মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।