শিরোনাম

সুনামগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসনের উদ্যোগে ‘জনসেবায় প্রশাসন’ এ স্লোগানে সুনামগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নাগরিকদের বিভিন্ন সমস্যা জেলা প্রশাসক বরাবরে উপস্থাপন করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ শুনে জেলা প্রশাসক প্রত্যেটা সমস্যার সমাধানের নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া ও ত্রান) হাসিবুল হাসান, সহকারী কমিশনার (নেজারত শাখা) ফজলুল করিম টিপু।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তাদের প্রত্যেকের অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।