বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৩

সিরাজগঞ্জে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারের জরিমানা

সিরাজগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় এক ঠিকাদারকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানা পরিশোধ না করলে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়া মালিপাড়া গ্রামের ফসলি জমিতে ঠিকাদার মোশারফ হোসেন অবৈধভাবে পুকুর খনন করছেন—এমন অভিযোগ পায় স্থানীয় প্রশাসন। অভিযোগের ভিত্তিতে ইউএনও নুসরাত জাহান রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় পুকুর খনন কাজে জড়িত থাকার অভিযোগে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করা হয়। 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঠিকাদার মোশারফ হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তার সহযোগীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে, ঠিকাদার মোশারফ হোসেন জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। 

এরপর আটক তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, অবৈধভাবে পুকুর খননের ফলে কৃষিজমি হ্রাস পায়। এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে ফসলহানি ও জনদুর্ভোগের কারণ হয়। এ ধরনের বেআইনি কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। যেখানেই এমন খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান অব্যাহত থাকবে।