বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯

রংপুর মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

রংপুর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আবু হাসান চঞ্চলকে আহ্বায়ক এবং আব্দুল মালেককে সদস্য সচিব করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৫২ সদস্যের এই কমিটি অনুমোদন করেন। মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক শান্তি কাদেরী।

নতুন কমিটিতে ২২ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৯ জনকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।