শিরোনাম

নীলফামারী, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ট্রাক চাপায় ছওকত আলী (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা শহরের বনফুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ছওকত আলী শহরের পূর্ব কুখাপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শহরের একটি মার্কেটে রাতের পাহাড়াদার হিসেবে কাজ করতেন ছওকত আলী। সেখানে কাজ শেষে সকালে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা অব্যাহত আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।