বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

হবিগঞ্জে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

ছবি : বাসস

হবিগঞ্জ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : হবিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মঈনুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক রোমানা আক্তার, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রাশেদুজ্জমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান সৈয়দ তোফায়েল ইসলাম, এনজিও ব্রাকের জেলা কোঅর্ডিনেটর আতাউর রহমান, এনজিও এসেড হবিগঞ্জের প্রতিনিধি সিরাজুল ইসলাম, বাংলাদেশ বেতার এর জেলা সংবাদদাতা শরীফ চৌধুরী, সাংবাদিকে মোহাম্মদ নুর উদ্দিনসহ অনেকেই।

সভায় গ্রাম আদালতে প্রান্তিক পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।