বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

বরিশালে ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে প্রশিক্ষণ কর্মশালা

ছবি : বাসস

বরিশাল, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ভূমিকম্প পূর্ব ও পরবর্তী ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার কার্যক্রম পরিচালনা ও সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বরিশালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে আউটার স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষদের নিয়ে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আজ কর্মশালায় অংশগ্রহণকৃত ১২০ জন নীতিনির্ধারককে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। 

এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকৃত মাঠ কর্মী, স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল কলেজ থেকে অংশগ্রহণকৃত ৩৭৫ জন মাঠ কর্মী, সেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর পর্যন্ত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের উপর মাঠ পর্যায়ে বিভিন্ন দল ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
আগামী ৭ ডিসেম্বর অংশগ্রহণকৃত সকল প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে একটি সম্মিলিত মহড়ার আয়োজন করা হবে।

কর্মশালায় এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন বলেন, বরিশাল প্রায়ই বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। পাশাপাশি দেশ অনেক বছর ধরে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে ছিল, এখনও আছে। সামনে যে কোনো সময় এই মহাবিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে। সেই বিপর্যয় আমরা সম্মিলিতভাবে কিভাবে কাটিয়ে উঠতে পারি সেটা জানা ও বোঝার জন্যই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার মাধ্যমে আগামীতে ভূমিকম্প পরবর্তী সময়ে আমরা সকলে সতর্ক থাকতে পারবো। 

কর্মশালায় বরিশালের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।