বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২০
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১

আগামী ২৪ ঘন্টায় কমবে দিন ও রাতের তাপমাত্রা

ফাইল ছবি

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ২৪ ঘন্টায় সারাদেশে কমবে দিন ও রাতের তাপমাত্রা। 

আজ সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অপরদিকে  কমবে রাতের তাপমাত্রা। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায়  সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । 

দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি  পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়া-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ু ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।  

এটি দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে ক্রমান্বয় দুর্বল হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি অবস্থান করছে।

আজ বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৭ মিনিটে।