শিরোনাম

বান্দরবান, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি।
আজ সকালে জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, সেনা রিজিয়নের জিএস-টু মেজর পারভেজ রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
পরে সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বান্দরবান সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা পরিষদ।
এছাড়াও সকাল ১০টায় রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।