বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৩৪

পঞ্চগড়ে নারী সমাবেশ 

ছবি : বাসস।

পঞ্চগড়, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ তারুণ্য নির্ভর, শোষন মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার হাঁড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

এ সময় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহজেবিন মনছুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তারা মাদক, অনলাইনে আসক্তি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এবং মৌলিক অধিকার নিশ্চিতকরণে নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে উদ্বুদ্ধ করেন।