শিরোনাম

বগুড়া, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নকল ফুড কালার ও ফুড ফ্লেভার এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রি বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের রাজাবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিংকালে এ জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের রাজাবাজার এলাকায় মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের একটি প্রতিষ্ঠান নকল প্যাকেটে নকল ফুড কালার ও ফুড ফ্লেভার বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি করছিল। মঙ্গলবার মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, বিদেশি পণ্যে স্টিকার না থাকা, দেশি কেমিক্যাল বিদেশি ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করা এবং স্থানীয় দোকানে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার বিক্রির দায়ে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের প্রতিষ্ঠানটিকে তিনলাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে সিলগালা করা হয়।
এ সময় জেলা ক্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।