বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ২১:২৮

‘এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫’ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা ও শোভাযাত্রা 

ছবি : বাসস

সুনামগঞ্জ,২ ডিসেম্বর ২০২৫ (বাসস): আজ ২ ডিসেম্বর। ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস। এ  উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও এনজিও ফাউন্ডেশন এর আয়োজনে সকাল ১০টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমবেত হয়। সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার গোলাম সাকিব খান এবং সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, উপমার নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী, আরপিডব্লিউএস-এর প্রধান নির্বাহী মো. নাজিম উদ্দিন, ইউইআরডির সহকারী পরিচালক দিরাই প্রদীপ দাস এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও এনজিও প্রতিনিধিরা।