শিরোনাম

ফেনী, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় তার পৈতৃক বাড়ি জেলার ফুলগাজীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়িতে আজ মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়ার নেক হায়াত কামনায় পবিত্র কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হোসেন সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ এর সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব মনির হোসেন মনিসহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার, সোনাগাজীসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে পরিবারের পক্ষ থেকে অংশ নেন বেগম জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার, শামিম হোসেন মজুমদারসহ অন্যান্য সদস্যরা। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের জেলার সভাপতি জামাল উদ্দিন খন্দকার।