শিরোনাম

বাগেরহাট, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার আসর নামাজ শেষে বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ-এর সভাপতিত্বে দোয়া মাহফিলে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, আল ইমরান, ইমরান হাওলাদার বাবু, ওয়ালিদ হোসেন, শামিম মুন্সি, জসিম মিনা, রোহিত,তাজ আহমেদ, নাজমুস সাকিব, রিজভী শেখ, কাইফ সরদার, রাব্বি শেখ, আলিফশেখ, আব্দুল্লাহ সরদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।