বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

ঝিনাইদহে ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঝিনাইদহ, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে দুইটি ভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

ভাটা দুটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে অসঙ্গতি থাকায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ পদক্ষেপ নেয়।

আজ মঙ্গলবার বেলা ১১ টার পর পৌর এলাকার পিন্টু জামানের এইচএমবিএম ও আব্দুর রশিদ খোকনের এএমবিএম নামের ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান। এ সময় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শাহিন আলম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। 

তথ্য নিশ্চিত করেন মুনতাসির রহমান।