বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

নরসিংদীতে মাদক ও গুলিসহ একব্যক্তি আটক 

নরসিংদী, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার পলাশ উপজেলায় ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ মাসুদ মিয়া (৪০) নামের একব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে তাকে আটক করে।

আটক মাসুদ মিয়া নরসিংদী জেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম, এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আ. ওয়াদুদ ভূইয়াসহ পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে মাসুদ মিয় কে আটক করেন। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাসুদ মিয়ার বিরুদ্ধে পলাশ থানায় একটি অস্ত্র আইনে এবং মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।