বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমইউজে খুলনার দোয়া মাহফিল

আজ খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমইউজে খুলনার দোয়া মাহফিল। ছবি : বাসস

খুলনা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে) আজ মঙ্গলবার বাদ জোহর প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। 

ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

বিএফইউজে সহকারী মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে এত বেশি ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ মানুষটি অথৈ সংকটপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। তিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। তাঁর জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।