বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:০৩

সুনামগঞ্জে হাওর সুরক্ষায় কর্মপরিকল্পনা বিষয়ক অংশীজন কর্মশালা

মঙ্গলবার জেলায় টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মপরিকল্পনা বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নে কর্মপরিকল্পনা বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (আইসিটি) রুকুনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব ড. মোহাম্মদ মাহে আলম।

সুরক্ষা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অধিদপ্তরের উপপরিচালক (প্রসাশন ও অর্থ) ফয়জুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

এছাড়াও বক্তব্য দেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) 'র সভাপতি নুরুল হক আফেন্দি, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, পরিবেশ রক্ষা আন্দোলনে যুগ্ম সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক নুরে আলম। 

এ সময় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর সুরক্ষায় শুধুমাত্র কর্মপরিকল্পনা করলে হবে না, তা বাস্তবায়নে জোড়ালো পদক্ষেপ নিতে হবে। হাওরের মাছ, পরিবেশ প্রতিবেশ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান অংশীজনেরা।