শিরোনাম

রাঙ্গামাটি, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুস্থ পুরোহিত ও সেবাইতদের মধ্যে রাঙ্গামাটি সেনাবাহিনী সদর জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের আসাম বস্তি এলাকায় হিন্দু ধর্মীয় ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে দুস্থ পুরোহিত ও সেবাইতদের মধ্যে ৫৫টি কম্বল বিতরণ করা। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এসব সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।