শিরোনাম

ঝিনাইদহ, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার বাদ মাগরিব ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদুর রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মীরা।
এ দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ হাটখোলা জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম।
মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশার মধ্যদিয়ে মোনাজাত শেষ হয়। এছাড়া জেলা যুবদলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক হায়দার আলী হাদু’র রুহের মাগফেরাত কামনা করেন নেতাকর্মী ও মুসল্লিরা।