বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় 

আজ মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় । ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।  

সাংবাদিকদের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল ও  সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, মঞ্জুর মোর্শেদ, শহীদ ই হাসান তুহিন, মাহবুবুর রহমান, রাসেল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সাংবাদিক এবং পুলিশ একে অন্যের পরিপূরক। পুলিশ পেশাদারিত্ব সাথে দায়িত্ব পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাবে। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তাৎক্ষনিক কয়েকটি সমস্যার সমাধান দেন এবং মাদক ও ট্রাফিক সমস্যার সমাধানের আশ্বাস দেন।