বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:২১

উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে রাকাব

ছবি : বাসস

রাজশাহী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন জোরদারে উদ্যোক্তা সৃষ্টিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

বিশেষায়িত এই বাণিজ্যিক ব্যাংকটি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক প্রবৃদ্ধি ও আঞ্চলিক দারিদ্র্য হ্রাসে সহায়তা করে আসছে।

এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে আজ সোমবার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা বলেন। 

রাকাব-এর প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করে। বাংলাদেশ ব্যাংক (বিবি) তাদের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ)’ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রশিক্ষণে সহায়তা দিয়েছে। 

সিসিপ প্রকল্পের লক্ষ্য হলো-বাংলাদেশের অগ্রাধিকার খাতে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন, ব্যবস্থাপনা ও সবুজ উদ্ভাবনী সক্ষমতা শক্তিশালীকরণ এবং নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক দক্ষতা সম্প্রসারণ।

প্রকল্পের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে দক্ষ জনশক্তি ও উদ্ভাবনের মাধ্যমে শিল্পখাতের প্রতিযোগিতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আরও বহুমুখী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রথীন কুমার পাল।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আয়ুব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব-এর জেনারেল ম্যানেজার আতিকুল ইসলাম।

এছাড়া, রাকাবের উপ-মহাব্যবস্থাপক নাবিউল করিম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সুব্রত কুমার সরকার অনুষ্ঠানে বক্তব্য দেন।

মোট ২৫ জন উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।