শিরোনাম

নরসিংদী, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার পলাশ উপজেলার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে ৮ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুপুরে সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ববধানে ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত দুটি বহুতল ভবন ক্রোক করে সরকারি তত্বাবধানে দেয় দুদক।
অভিযুক্ত দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি। দেলোয়ার গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
এর আগে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর (নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক কর্তৃক দুর্নীতি দমন কমিশন দেলোয়ারের অবৈধ সস্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক অপরাধ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন দেলুর স্থাবর সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেছেন আদালত।
অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাদাবাজি, জমিদখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, "আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ভবনে সাইনবোর্ড টানিয়েছি এবং বাসাটিতে বসবাসরত লোকদের অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বাসাটি আমাদের নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করবো।"