বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান স্থগিত

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫- এর সমাপনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানের সকল পূর্বনির্ধারিত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এই স্থগিতাদেশের ফলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী, সংগঠক এবং বিভিন্ন অংশীজনের যে কোনো অসুবিধার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান আয়োজনের নতুন তারিখ ও সময় যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।