বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:১২

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়

ছবি : বাসস।

বগুড়া, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. শাহাদত হোসেন। 

আজ সোমবার সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন এসপি শাহাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় ২৪ এর ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, যানজট নিরসন, শহরের ভেতর দিয়ে করতোয়া গেটলক বাস চলাচল বন্ধ, ফুটপাত দখলমুক্তকরণ, মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে অভিযান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ হত্যার রহস্য উদঘাটনের বিষয়ে আলোচনা করা হয়। 
বক্তারা বলেন, বগুড়া শহরে প্রতিনিয়ত যানজট একটি বড় সমস্যা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা সমাধান করা সম্ভব।

পুলিশ সুপার শাহাদত হোসেন সকল অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিককে পরিপূরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সকলের সহোযোগিতা কামনা করেন।