বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নড়াইলে বিএনপির দোয়া মাহফিল

ছবি : বাসস।

নড়াইল, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নড়াইলে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বাদ আছর শহরের চৌরাস্তায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু’র সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাাফিজুর রহমান আলেক, সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা মো. সুলতান মোল্যা, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, মাওলানা কে এম হাসমত উল্লাহ, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি।

এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, জিয়া পরিষদ ও বিএনপি নেতা অধ্যাপক বি এম নাগিব হোসেন পৃথকভাবে মহান আল্লাহর কাছে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং পূর্ণ আরোগ্য কামনা করেছেন।

মোনাজাতকালে বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কখনো আপোষ করেননি। দেশের এই ক্রান্তিলগ্নে আজ বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। দেশবাসী আজ মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।